Thursday, 16 May 2013

ধূসর পাণ্ডুলিপি





ঊন্মাদ এই রাত্রি ছুঁয়ে , অনিমিখ অন্তরীপ ছুঁয়ে ,

স্বপ্নসেনার ডাকে জেগেছে হরিদ্রাবন , জাগে লুপ্ত প্রেমের ফসিল ।

পৃথ্বীর পৃথুল ক্লাসে ঘণ্টা পড়ে

হলাহল নেমে আসে ধূসর কৌমার্য নিবেদনে ,

স্যাবাইনা মেধাবী , না কি  ওয়দিপস্ এর মেধাহীন স্মৃতি ;

আপেলে দংশনচিহ্ন তবে কার ?

তোমার নিবিদে অমারাতে অসহ্য লাগে এ আত্মরতি ।



হে প্রাচীন লজ্জা প্রতিনিধি ,

ষড়জ পঞ্চমে যদি বেজে ওঠে রোদনসংরাগ

তবে কোন সরোদপ্রতিভা জাগে ধ্বংসগোধূলির সুরোৎসবে ?

হে স্তব্ধ অভিজ্ঞান , তুমি কি সেই নির্বাণকুসুম ?

গগনে গগনে সুখের ক্রন্দন -

তোমার পরাগ মেখে দেখেছি পাপড়ির দিন

কত না অনায়াসে সর্বনাশা স্মৃতি ঝরে পড়ে ।

No comments:

Post a Comment