Wednesday, 27 August 2014

আঁতেল উবাচ - An Ode To An Aantel




তোমার সাথে বসতে গেলে ব্রাদার

দেখা দরকার বুনুয়েল ও গোদার

তোমার সাথে টানতে হলে দারু

আওড়ানো চাই কাফকা এবং কামু ।

দুর সালা ছাই , ঢ্যামনাচরন -

তারচে ভাল ভিজে পাজামা

ক্যাটরিনা ক্যাফ স্বল্পবসন , সাল্লু অবিশ্রান্ত 

Boss, আমার সাথে বসতে যদি হয়


পড়তে হবে নবারুণ ও বিনয় ।



( মে , ২০১৩ )