ইংরিজিতে দুই পেয়ে
আর অঙ্কে পেয়ে গোল্লা
রেসাল্ট নিয়ে হাসি মুখে
ফিরল নাসের মোল্লা ।
রেসাল্ট দেখে বল্লে বাবা
হয়েই ভীষণ ক্ষুণ্ণ
ইংরিজিতে দুই পেলি
আর অঙ্কে পেলি শূন্য ?
একটুও না ঘাবড়ে নাসের
জবাব দিলো কুইক
ইংরিজিতে স্ট্রং হয় যারা
অঙ্কে তারাই উইক ।
( আমার লেখা প্রথম ছড়া । তখন ক্লাস ফোর , শিশু শিক্ষায়ণ । ' কিশোর ' পত্রিকায় প্রকাশিত হয়েছিলো এই ছড়া । বইয়ের পাতায় প্রথম নিজের নাম দেখে সে কি আনন্দ । তারপর ' The child is grown, the dream is gone...' )