Friday, 26 April 2013
নিরাকার বিবিক্তি
এ সময় নির্ঝরের স্বপ্নভঙ্গ,
এখনও প্রেম জনপ্রিয় ;
এখনও টবে ফোটে নীল গোলাপ -
তথাপি মিছে আত্মসমাহিতি ।
দপ্দপ্ করে জ্বলতে থাকা তারা ,
আলগা খোঁপা আজও অভিমানী ।
আকাশে ফ্যাকাসে চাঁদ
উত্তুরে হিমেল হাওয়া ঢেকে দেয় সুখী তারা ।
মিছিমিছি কাঁচা - মিঠে আলাপে ব্রাত্য ক্ষণবাদী
অভ্যস্ত সখ্যের সেতু উন্মথি বিজন ব্যবধানে ।
রঙিন ধুলোর সাথে উড়ে গেছে মিলনের কবরী ;
হেমলকের কিছু প্রশস্ত পাতা ,
শীতের বেলা উষ্ণ ছোঁয়া দাহ্য ঠোঁটে ।
তোর পালক থেকে কণ্টকিত আমার দুপুর
তারই আতিশয্যে অনিবার্য আজ অন্তর্দাহ -
কামনা শেষে মিশেছে এসে কামে ,
ভাববিলাসী , উদাসীন করেছে পরিণামে ।
তথাপি মিছে আত্মসমাহিতি ।
( ১৪ মার্চ ২০১৩ , পুরী )
Subscribe to:
Comments (Atom)


